Site icon Jamuna Television

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বন্যায় সতর্কবার্তা জানানো টিটু চৌধুরী

ছবি: টিটু চৌধুরীর ফেসবুক হতে সংগৃহীত

সিলেটের বন্যা নিয়ে দিনভর সতর্কবার্তা প্রচার করা টিটু চৌধুরী মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। বিবিসি বাংলায় প্রচারিত খবরে জানানো হয়, সিলেট শহরের শাপলাবাগ এলাকার অধিবাসী টিটু চৌধুরী নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। খবরটি নিশ্চিত করেছে সিলেটের শাহপরান থানা।

প্রতিবেদনটিতে আরও জানানো হয়, টিটু চৌধুরীর বাসার ভেতরে বন্যার পানি ঢুকে পড়ার পর তিনি বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পানিতে দাঁড়িয়েই তিনি টিভির বৈদ্যুতিক সুইচ খোলার চেষ্টা করেছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলেও তার আগেই টিটু চৌধুরী মৃত্যুবরণ করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অ্যাকটিভিস্ট ও গবেষক আরিফ রহমানও ফেসবুকে পোস্ট দিয়ে এ খবরটি জানিয়েছেন। তিনি স্ট্যাটাসে লেখেন, চার ঘণ্টা আগেও বন্যা নিয়ে পোস্ট দিয়েছেন আমার যে বন্ধু, এখন সে মৃত। বন্যার পানি ঘরে ঢুকে সেই পানিতে বিদ্যুতের লাইন থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।

/এম ই

Exit mobile version