Site icon Jamuna Television

জলযান সংকটে বন্যায় আটকে পড়াদের উদ্ধার তৎপরতায় গতি কিছুটা কম

জলযান সংকটে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে গতি কিছুটা কম। তারপরও সুনামগঞ্জে ৬৫ হাজার এবং সিলেটে ২৫ হাজার মানুষকে সেনা ও নৌবাহিনী উদ্ধার করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শনিবার (১৮ জুন) বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। দাবি করেন, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হচ্ছে না। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

ডা. এনামুর রহমান বলেন, উত্তরাঞ্চলসহ ১০ জেলার ৬৪ উপজেলা বন্যাকবলিত। দ্রুতই আটকে পড়া সবাইকে উদ্ধার করা হবে। এরইমধ্যে সিলেটে ৪৫০টি আশ্রয় কেন্দ্র এবং সুনামগঞ্জে ২০০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। খাবারের জন্য ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আরও ২০ কোটি টাকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

/এমএন

Exit mobile version