Site icon Jamuna Television

দোনেৎস্কে বোমা হামলায় নিহত ৫, আহত ১২

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী শহর দোনেৎস্কে ইউক্রেনের বোমা হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১২ জন। খবর এএফপির।

শনিবার (১৮ জুন) স্থানীয় রুশ কর্তৃপক্ষ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, বোমা হামলার ফলে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

বিবৃতিতে আরও জানা যায়, দোনেৎস্কের বেশ কয়েকটি জেলায় ১৫৫ মিমি ক্যালিবারের ২০০ টিরও বেশি কামানের গোলা পড়েছে।

দোনেৎস্ক ২০১৪ সাল থেকে আংশিকভাবে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত। গেল ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরু হওয়ার পর বর্তমানে এ অঞ্চলটি মারাত্মক যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছে।

এটিএম/

Exit mobile version