Site icon Jamuna Television

মন্ত্রী-আমলাদের জন্য সর্বোচ্চ ৭৫ হাজার টাকা দামের মোবাইল সেট

সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮’র খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।

বিচারপতিদের টেলিফোনকেও এই নীতিমালার আওতায় আনার অনুশাসন দেয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা ১৫ থেকে ৭৫ হাজার টাকা দামের মোবাইল সেট সরকারিভাবে কেনার সুযোগ পাবেন।

এছাড়া মন্ত্রিসভায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন-২০১৭’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

Exit mobile version