Site icon Jamuna Television

ভারী বৃষ্টিপাতে প্রবল বন্যা চীনেও

ছবি: সংগৃহীত।

ভয়াবহ বন্যার কবলে পূর্ব এশিয়ার দেশ চীন। পানিতে তলিয়ে গেছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা। চলতি সপ্তাহে একটানা ভারী বৃষ্টিপাত, দাবদাহ এবং টর্নেডোর মুখে দেশটির মহানগর গুয়াংজু। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সেই সাথে কৃষিজমি ও একাধিক বসতবাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্সের।

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, মঙ্গলবার (২১ জুন) পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যহত থাকবে। এছাড়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন পূর্বাভাসে দক্ষিণাঞ্চলের কমপক্ষে ৭ রাজ্য ও অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়, আগামী ২৪ ঘণ্টা ঝড় এবং বন্যা পরিস্থিতির অবনতি হবে। এই সময়ে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান করা হয়।

চীনের দুর্যোগ মোকাবেলা বিভাগ বলছে, প্রতিবছর বন্যার ভয়াবহতা জুনে শুরু হলেও এবার এপ্রিল থেকেই বন্যার কবলে পড়তে হয়েছে বাসিন্দাদের।

এসজেড/

Exit mobile version