Site icon Jamuna Television

ইউক্রেন যুদ্ধ আরও কয়েক বছর চলতে পারে: ন্যাটো

ছবি: সংগৃহীত

রুশ-ইউক্রেন যুদ্ধ আরও কয়েক বছর চলতে পারে বলে মন্তব্য করেছেন, ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, ইউক্রেনীয় সেনাদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হলে দোনবাস অঞ্চলকে রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে দ্রুত মুক্ত করা সম্ভব হবে। খবর রয়টার্সের।

চলতি সপ্তাহের শুরুতে জার্মানভিত্তিক এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। যুদ্ধে সামরিক ব্যয় অনেক বেশি। বিশেষ করে খাদ্য ও জ্বালানির দামের কথা বিবেচনা করে আমদের ইউক্রেনকে সমর্থন দেয়া উচিত নয়।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে স্টলটেনবার্গ বলেছিলেন, এ মাসের শেষের দিকে মাদ্রিদে ন্যাটোর শীর্ষ সম্মেলনে ইউক্রেনের জন্য একটি সহায়তা প্যাকেজের ঘোষণা করা হবে।

এটিএম/

Exit mobile version