Site icon Jamuna Television

মোরাতা-বেলেরিনকে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড?

স্পেনের ২৩ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন আলভারো মোরাতা আর হেক্টর ব্যালারিন। এমনটাই গুঞ্জন চলছে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে।

সোমবার বিকালে ঘোষণা হবে স্পেনের ২৩ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। কিন্তু তার আগেই রোববার স্প্যানিশ রেডিও স্টেশন ‘কোপ’ দাবি করে, তাদের হাতে এসে পড়েছে, ফাঁস হওয়া তালিকা।

রেডিওটির দাবি যদি সঠিক হয়, তবে রাশিয়ায় দেখা যাচ্ছে না আলভারো মোরাতাকে। সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণেই সম্ভবত বাদ পড়ছেন এই স্ট্রাইকার। চেলসির হয়ে প্রথম মৌসুমে আলো ছড়াতে পারেননি তিনি।

কোচ হুলেন লোপেতেগুই তাই ভরসা রাখতে যাচ্ছেন -ডিয়েগো কস্তা, রড্রিগো আর আসপাসের উপর। মোরাতার মতোই বিশ্বকাপ মিশন থেকে বঞ্চিত হতে যাচ্ছেন হেক্টর বেলেরিন, সেস্ক ফ্যাব্রেগাস আর বায়ার্ন তারকা জাভি মার্টিনেজ।

Exit mobile version