Site icon Jamuna Television

দলে নেয়ার প্রলোভনে নারী ক্রিকেটারকে যৌন হেনস্থা, পাকিস্তানে কোচ বরখাস্ত

পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দল। ফাইল ছবি।

দলে সুযোগ দেয়ার নাম করে এক নারী ক্রিকেটারকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে পাকিস্তানের সাবেক পেসার ও জাতীয় পর্যায়ের কোচ নাদিম ইকবালের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নাদিমের বিরুদ্ধে অভিযোগ, একটি ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করেছেন এক নারী ক্রিকেটারকে। চলমান পুলিশি তদন্তের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিসিবি।

কোচ নাদিমের বিরদ্ধে অভিযোগ করে ভুক্তভোগী বলেন, জাতীয় দলে সুযোগ করে দেয়ার নাম করে সে আমার সাথে ঘনিষ্ঠ হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে তার বন্ধুদের নিয়ে আমাকে হেনস্থা করে। এর ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেইলও করেছে।

এর আগে, মুলতানের হয়ে খেলেছেন ৫০ বছর বয়সী নাদিম। জাতীয় দলের হয়ে কখনো অভিষেক না হলেও ঘরোয়া ক্রিকেটে ৮০টি ও প্রথম শ্রেণীতে ৪৯টি লিস্ট এ ক্রিকেটে খেলছেন নাদিম।

আরও পড়ুন: আপনারা রিকশাওয়ালাকে শিখিয়ে দেন, সে গালি দেয়: কাজী সালাউদ্দিন

জেডআই/

Exit mobile version