গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ মোহাম্মদ এনামুল হককে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১৯ জুন) সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাব। ২০০০ সালে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর জন্য মঞ্চ নির্মাণের সময় মাটিতে পুঁতে রাখা ৭৬ কেজি ওজনের বোমা পাওয়া যায়। পরদিন ৪০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয় কোটালীপাড়ার হেলিপ্যাড থেকে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, হত্যাচেষ্টা ঘটনার পর এনামুল দেশের বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন করে আত্মগোপন করেছিল। পরে ক্বারী পরিচয়ে গাজীপুরের ৮ বছরের বেশি ইমামতি করেন তিনি।
/এমএন

