Site icon Jamuna Television

সোমবার থেকে রাত ৮টার পর বন্ধ হবে দোকান-মার্কেট

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামীকাল সোমবার থেকে রাত ৮টার পর দোকান, বিপণি-বিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল থেকেই রাজধানীতে কার্যকর হবে এ সিদ্ধান্ত।

রোববার (১৯ জুন) বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও দোকান মালিক সমিতি ও চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে একমত প্রকাশ করেন। তবে কুরবানির ঈদ উপলক্ষে জুলাইয়ের ১ থেকে ১০ পর্যন্ত কিছুটা ছাড় দেয়ার দাবিও জানিয়েছেন তারা।

এর আগে গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছিল, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা দিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version