Site icon Jamuna Television

ভারতে একসাথে পরীক্ষায় বসে পাস করলেন ৪৩ বছরের বাবা, ফেল করলেন ছেলে

ছবি: সংগৃহীত

২০১৮ সালে ভারতের কেরালা রাজ্যের কাত্যায়নী আম্মা ৯৬ বছর বয়সে শারীরিক প্রতিকূলতাকে জয় করে পড়াশোনা শুরু করেছিলেন। শুধু তাই নয়, পরীক্ষা দিয়ে পাসও করেছিলেন।

বয়স যে বাধা নয়, তা আবারও প্রমাণিত হলো। পুনের বাসিন্দা ভাস্কর ওয়াঘমারে (৪৩) দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করলেন। ছোট ছেলের সাথে তিনিও এ বছর পরীক্ষায় বসেছিলেন। তবে পরীক্ষায় পাশ করতে পারেনি তার ছোট ছেলে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে ভাস্কর ওয়াঘমার জানিয়েছেন, পড়াশোনা করার প্রবল ইচ্ছা ছিল তার। কিন্তু সংসারে দায়িত্ব নেয়ার পর সপ্তম শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি তিনি। পড়াশোনা ছেড়ে কাজে ঢুকতে বাধ্য হয়েছিলেন। কিন্তু পড়াশোনার সুপ্ত বাসনা মনের মধ্যে সব সময়ই ছিল। সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। দীর্ঘ ৩০ বছর পর সেই সুযোগ এলো। বাবা নয়, সহপাঠী হিসেবেই ছোট ছেলেকে সাথে নিয়ে বোর্ড পরীক্ষায় অংশ নেন ভাস্কর।

তিনি বলেন, ইচ্ছা থাকলেও পারিবারিক দায়িত্বের কারণে পড়াশোনার সুযোগ হয়ে ওঠেনি। তবে নতুন করে শুরু করার ইচ্ছা থেকেই পড়াশোনা শুরু করেছিলাম। এখন আমার ছেলের জন্য চিন্তা হচ্ছে। ও পাস করলে আরও বেশি আনন্দ পেতাম। ও আমাকে পড়াশোনা করতে খুবই সাহায্য করেছিল।

ছেলে সাহিলের গলায় কিন্তু অন্য সুর। সে জানিয়েছে, নিজে পাস করতে না পারলেও বাবার পাসের খবরে সে খুব খুশি। পরবর্তীতে তার বাবা যদি আরও পড়তে চান, তাহলে সে সাহায্য করবে বলেও জানিয়েছে।

/এনএএস

Exit mobile version