Site icon Jamuna Television

বন্যা মোকাবেলায় ৪ হাজার মেডিকেল টিম প্রস্তুত আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বন্যা মোকাবেলায় ৪ হাজার মেডিকেল টিম প্রস্তুত আছে। ইতোমধ্যে ২শ’ টিম কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৯ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে মৃত্তিকাবাহিত কৃমিনাশক রোগ নিয়ন্ত্রণ সামিট অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সিলেট অঞ্চলের সকল চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। দুর্গত এলাকায় খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা কন্ট্রোলরুমের মাধ্যমে ২৪ ঘণ্টা বন্যার্ত এলাকার সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

সার্বিক পরিস্থিতি অনুকূলে আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নতুন করে বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে শঙ্কার কথা জানিয়ে মন্ত্রী বলেন, করোনা বাড়ছে, সবাইকে বুষ্টার ডোজ নিতে হবে। জনসমাগম সীমিত করতে হবে, মাস্ক পরতে হবে। আইসিইউ প্রস্তুত রয়েছে। করোনার ওমিক্রন ধরনটি নতুন করে বৃদ্ধি পাচ্ছে ও দ্রুত ছড়াচ্ছে। তাই সবাইকে আরো সচেতন হতে হবে।

আরও পড়ুন: খাদ্য নিরাপত্তা দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত: কৃষিমন্ত্রী

/এম ই

Exit mobile version