Site icon Jamuna Television

ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের সাথে সময় কাটালেন প্রিয়াঙ্কা

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ সোমবার সকাল আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ঘণ্টা তিনেক পর আরেকটি বিমানে করে কক্সবাজারে পৌঁছান।

সফরের প্রথম দিন টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন প্রিয়াঙ্কা। আগামীকাল মঙ্গলবার সকালে যাবেন উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে। এদিন বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

এরপর বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ৩ দিন কক্সবাজের অবস্থানের পর আগামী বৃহস্পতিবার ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করবেন প্রিয়াঙ্কা। সেদিনই বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।

ঢাকায় এসে ফেসবুক নিজের ভেরিফায়েড পেজে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পে যাচ্ছি। আমার ইনস্টাগ্রামে সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করব। আমাকে সেখানে অনুসরণ করুন। এই বিষয়টি নিয়ে বিশ্বের ভাবা উচিত। ভাবতে হবে আমাদেরও।’

Exit mobile version