Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের পর জেরুজালেমে দূতাবাস খুললো প্যারাগুয়ে

বিশ্ব জনমতকে উপেক্ষা করে জেরুজালেমে যুক্তরাষ্ট্র কর্তৃক দূতাবাস খোলার পর এবার দ্বিতীয় দেশ হিসেবে নিজেদের দূতাবাস খুলেছে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে।

ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যম আজ সোমবার এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্যারাগুয়ের প্রেসিডেন্ট হরাসিও কার্তেজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত সপ্তাহে মার্কিন দূতাবাস উদ্বোধনের পর জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসিসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা এর সমালোচনা করে।

মার্কিন সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে গিয়ে বিক্ষোভ করলে সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ৬৩ জনকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। গুলিবিদ্ধ হয়ে আহত হন ২ হাজারের বেশি নারী, শিশু ও পুরুষ।

Exit mobile version