Site icon Jamuna Television

আসাম-মেঘালয়ের বন্যায় আরও ১১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সীমান্তবর্তী আসাম ও মেঘালয়ে বন্যা-প্রাকৃতিক দুর্যোগে ৪৪ লাখের বেশি মানুষ ভোগান্তিতে। গত ২৪ ঘণ্টায় ভারতের এই দুই রাজ্যে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। দুটি রাজ্যেই সতর্কতা হিসেবে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে জাতীয় আবহাওয়া অধিদফতর। খবর হিন্দুস্তান টাইমসের

বন্যায় এখন পর্যন্ত এই দুই রাজ্যে মোট প্রাণহানি হয়েছে ৫২ জনের। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকৃত সংখ্যা কয়েকগুণ বেশি। সবচেয়ে খারাপ পরিস্থিতি আসামের। রাজ্যটির ৩৫টি জেলার মধ্যে ৩৩টিই বন্যাদুর্গত। তলিয়ে গেছে পাঁচ হাজারের বেশি গ্রাম। ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে রাজ্যের কপিলি নদী।

তাছাড়া, ব্রহ্মপুত্র নদের পানি তিন জায়গায় অতিক্রম করেছে বিপৎসীমা। রাজ্যটির ৭৪৪টি আশ্রয় কেন্দ্রে মাথা গুজেছেন এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে প্রতিবেশী মেঘালয় রাজ্যেও। দুর্যোগ মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের কাছে ৩০০ কোটি রুপি সহায়তা চেয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। এদিকে, ত্রিপুরায় বাস্তুচ্যুত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

এসজেড/

Exit mobile version