Site icon Jamuna Television

নরসিংদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২, টেটাবিদ্ধ ২

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ ও ২ জন টেটাবিদ্ধ হয়েছে। সোমবার (২০ জুন) সকলে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপ এর মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। গত মাসে এ নিয়ে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দুই গ্রুপের মধ্যে। সর্বশেষ, সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বার এর গ্রুপ নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর হামলা চালায়। এসময় নলাবাটা গ্রামের ১২ জন ছিটা গুলি ও ২ জন টেটাবিদ্ধ হয়ে আহত হয়।

পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যায় স্বজনরা।

সংঘর্ষ থেমেছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে বলে জানিয়েছে হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ি।

এটিএম/

Exit mobile version