Site icon Jamuna Television

যেসব দেশে বেশি সময় রোজা রাখতে হচ্ছে

রোজার সাথে চাঁদ-সূর্যের সম্পর্ক সরাসরি। চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন এলাকায় যেমন রোজা ও ঈদ হয়, তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে কতক্ষণ রোজা রাখতে হবে সেটি।

এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশে রোজা শুরু হওয়ার পার্থক্য ঘটে। রোজার সময় নিয়ে পার্থক্য রয়েছে। এ বছর সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হচ্ছে গ্রীনল্যান্ডের বাসিন্দাদের। তাদের ২২ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে। আর সবচেয়ে কম সময় রোজা রাখতে হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিকদের। প্রায় ১১ ঘণ্টা করে।

এছাড়া যেসব দেশের রোজাদারদের বেশি সময় ধরে রোজা রাখতে হচ্ছে সেগুলো হলো- ফিনল্যান্ড-২২ ঘণ্টা, আইসল্যান্ড ও রাশিয়া-২০ ঘণ্টা, যুক্তরাজ্য-১৯ ঘণ্টা, চীন ও কানাডা-১৭ ঘণ্টা, যুক্তরাষ্ট্র-১৫ থেকে ১৭ ঘণ্টা, আফগানিস্তান-১৬ ঘণ্টা, মরক্কো, মিশর, সৌদি আরব, লিবিয়া, ভারত ও বাংলাদেশ-১৫ ঘণ্টা, সেনেগাল ও নাইজেরিয়া-১৪ ঘণ্টা, কেনিয়া ও ইন্দোনেশিয়া-১৩ ঘণ্টা।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version