Site icon Jamuna Television

পানির নিচে চট্টগ্রাম সিটি মেয়রের বাসার ডাইনিং-ড্রয়িং রুম

চসিক মেয়রের বাড়ির নিচতলা।

চট্টগ্রামে টানা বর্ষণে বিভিন্ন স্থান এখনও জলাবদ্ধ। তা নিরসনে প্রশাসনের তেমন কোনো উদ্যোগও নেই। এমনকি চট্টগ্রাম সিটি করপোরশনের (চসিক) মেয়র রেজাউল করিমের বাড়ির নিচতলায়ও পানি অবস্থান করছে।

সোমবার (২০ জুন) সকালে তার বাড়িতে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলায় থাকা বৈঠক ও খাবার ঘরে পানি রয়েছে। বাসার সামনে রাখা মেয়রের গাড়ির চাকা পানির নিয়ে তলিয়ে গেছে।

রেজাউল করিমের বাড়ির সামনের দৃশ্য।

নগরীর বহদ্দার বাড়ির গলিতে চসিক মেয়রের বাড়ি। তার বাড়ির সামনের গলিতে রয়েছে হাঁটুর বেশি পানি। এদিন সকাল ছয়টার পর থেকে বৃষ্টি না হলেও মেয়রের বাসার সামনে জমে থাকা পানি চার ঘণ্টায়ও সরেনি।

/এমএন

Exit mobile version