Site icon Jamuna Television

ভয়াবহ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড চীনের একাধিক শহর

ছবি: সংগৃহীত

ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে চীনের গুয়াংডং প্রদেশে। লণ্ডভণ্ড করে দিয়েছে ফোশানসহ একাধিক শহর। উপড়ে ফেলে বহু গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশাল এলাকা। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, সড়ক, যানবাহন। খবর বিবিসির।

রোববার (১৯ জুন) স্থানীয় সময় সকাল সোয়া সাতটার দিকে অঞ্চলটির ওপর আঘাত হানে শক্তিশালী টর্নেডো। টর্নেডোতে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এছাড়া কাজ শুরু করেছে জরুরি বিভাগও।

এদিকে দেশটির দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জারি রয়েছে সতর্কতা। পানির নিচে মাইলের পর মাইল কৃষিজমি। তলিয়ে আছে বেশ কয়েকটি শহর। মেগাসিটি গুয়াংঝুতে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে লাখো মানুষকে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছ। অনেক শহরেই আরও অন্তত দু’দিন টানা বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এটিএম/

Exit mobile version