Site icon Jamuna Television

কলম্বিয়ার প্রেসিডেন্ট হলেন এক সময়ের বিদ্রোহী নেতা গুস্তাভো পেত্রো

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এক সময়ের বিদ্রোহী নেতা গুস্তাভো পেত্রো। প্রথম ভাষণেই দিলেন সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি। খবর দ্য গার্ডিয়ানের।

রোববার (১৯ জুন) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের ফলাফল ঘোষণা করা হয়। দেখা যায়, ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন পেত্রো। নিকটতম প্রতিপক্ষ হার্নান্দেজ পেয়েছেন ৪৭ ভাগের মতো সমর্থন।

নির্বাচিত হয়েই প্রেসিডেন্ট বলেন, বিরোধীদের শাস্তি দেয়ার পথে হাঁটবে না সরকার। জনগণের প্রতি শ্রদ্ধা এবং সমঝোতা আলোচনাই হবে সমাধানের পথ।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্রপতি কলম্বিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, বামপন্থি নেতার আগমনে কলম্বিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চিত্রটা বদলে যেতে পারে। রাজধানীতে রাখা বিজয়ী ভাষণে ঐক্যের কথা শুনিয়েছেন ৬২ বছর বয়সী পেত্রো। গুস্তাভো পেত্রো ‘এম-নাইনটিন’ বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিলেন।

এটিএম/

Exit mobile version