Site icon Jamuna Television

বানভাসিদের জন্য ৩০ লাখ টাকা দিচ্ছেন অনন্ত জলিল

ছবি: সংগৃহীত

জনহিতকর কাজের জন্য শিরোনামে এলেন আলোচিত চিত্রনায়ক-ব্যবসায়ী অনন্ত জলিল। সিলেট বিভাগে বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানোর কথা আগেই দিয়েছিলেন, এবার ঘোষণা দিলেন ৩০ লাখ টাকা অনুদানের।

অনন্ত জলিল তার প্রতিষ্ঠান এ.জে.আই ও এ.বি. গ্রুপ থেকে এই অর্থ বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।

শনিবার (১৮ জুন) অনন্ত জলিল সিলেট-সুনামগঞ্জ এলাকার দুর্গতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। তখন জানান, চলতি বছর ১০-১২টা গরুর নয়, বরং ১-২টা গরু কোরবানি দিয়ে বাকি টাকাটা সেখানে পাঠাবেন।

আরও পড়ুন: কোরবানির অর্থ দিয়ে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবেন অনন্ত জলিল

অন্যদিকে নতুন ঘোষণার ভিডিওর বর্ণনায় তিনি লেখেন, পানিবন্দি মানুষদের উদ্ধারের জন্য রেসকিউ টিম গঠনের দিকনির্দেশনা দিয়েছেন। কীভাবে ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে, তা নিয়ে পরিকল্পনা করা হয়েছে।

একটি জুম মিটিংয়ের ভিডিও ফেসবুকে প্রকাশ করে এমনটিই জানান তিনি এই নায়ক-প্রযোজক। নিজের অফিস কর্মকর্তাদের সাথে অনুদান নিয়ে এই মিটিং করেন তিনি। জানা যায়, শিগগিরই তাদের একটি টিম সেখানে যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

/এনএএস

Exit mobile version