Site icon Jamuna Television

সিরিয়ায় বাসে রকেট হামলা, ১১ সেনাসহ নিহত ১৩

ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় শহর রাক্কায় একটি বেসামরিক বাসে রকেট হামলা হয়েছে। এতে ১১ সেনাসহ ২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন সেনা সদস্য।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২০ জুন) সকালে রাক্কার জাবাল আল-বিশরি এলাকায় ঘটে এই ঘটনা। যে বাসটিতে হামলা হয়েছে, সেটি একটি বেসামরিক ট্রানজিট বাস ছিল।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সিরিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কোনো একটি বা বিশেষ হামলাকারী বাহিনী এই হামলার জন্য দায়ী।

/এনএএস

Exit mobile version