Site icon Jamuna Television

নোয়াখালীতে এজেন্ট ব্যাংকিংয়ের ১৯ লক্ষ টাকা ছিনতাই

ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকা থেকে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ১৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ জুন) দুপুর আনুমানিক ১২টা ২০ এর দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াবাড়ি পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চৌমুহনী ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার এজেন্ট সাইফুল বাসার বলেন, প্রত্যেক উপজেলায় ডাচ বাংলা ব্যাংকের একটি করে মাস্টার এজেন্ট পয়েন্ট থাকে। আমরা বেগমগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার এজেন্ট পয়েন্ট। আমরা সকল স্থানীয় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট পয়েন্টগুলোতে টাকা সরবরাহ করে থাকি। প্রতিদিনের মতো চৌমুহনী ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার এজেন্টের ১৯ লক্ষ টাকা ব্যাংক থেকে উঠিয়ে ডি.এসআর মোজাম্মেল হক জামসেদ (৩৮) স্থানীয় ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট পয়েন্টগুলোতে বিতরণের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। যাত্রা পথে তিনি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াবাড়ি পোল সংলগ্ন এলাকায় পৌঁছালে তিনজন যুবক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে ১৯ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, ভূক্তভোগীর মোটরসাইকেলের গতিরোধ করে পিছন দিক থেকে তিন যুবক তার কাছ থেকে ১৯ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের বিষয়টি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তদন্তে ভিন্ন কথা আসছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজমুল হাসান রাজীব বলেন, অভিযোগ পেয়ে আমি নিজেই তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

/এসএইচ

Exit mobile version