Site icon Jamuna Television

সংসার ভাঙতে চলেছে বিশ্বের ৬ষ্ঠ ধনীর

ছবি: সংগৃহীত

বিশ্বের ষষ্ঠ ধনী এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের সংসার ভাঙছে। বিয়ের তিন বছরের মধ্যে স্ত্রীর সাথে বিচ্ছেদ চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিজেদের মধ্যে চরম মতপার্থক্য উল্লেখ করে ব্রিন চলতি মাসে স্ত্রী নিকোল শ্যানাহানের সাথে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন। এই দম্পতির তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। বিচ্ছেদের বিস্তারিত তথ্য গোপনীয় রাখতে আদালতের কাছে অনুরোধ করেছেন ব্রিন।

৪৮ বছর বয়সী ব্রিন বিশ্বের ষষ্ঠ ধনী। গুগলের সহপ্রতিষ্ঠাতার সম্পদের বর্তমান মূল্য ৯৪ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি প্রায় ৮ লাখ ৬৫ হাজার কোটি টাকা। রুশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক সের্গেই ব্রিন ১৯৯৮ সালে ল্যারি পেজের সাথে যৌথভাবে গুগল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তারা বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন গঠন করেন।

/এনএএস

Exit mobile version