Site icon Jamuna Television

সাহস থাকলে সামনে এসে সমালোচনা করুন: জয়া আহসান

জয়া আহসানের ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।

সামাজিক মাধ্যমে ট্রল না করে সরাসরি মুখোমুখি হয়ে সমালোচনা করতে বললেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

সম্প্রতি প্রকাশিত তার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন এ তারকা।

সামাজিক মাধ্যমে বুলিং ও ট্রল নিয়ে জয়া বলেন, যারা এসব মন্তব্য করে বেড়ায় তারা নিজেরাই আসলে নিজেদের নেতিবাচক মানসিকতা সবার সামনে প্রকাশ করে ফেলেন। সাহস থাকলে সামনে এসে সমালোচনা করুন।

জয়া মনে করেন, সরাসরি কিছু বলতে গেলে সাহসের প্রয়োজন, সবার সেই সাহসটা নেই।

প্রসঙ্গত, বর্তমানে সায়ন্তন মুখার্জির পরিচালনায় ‘ঝরা পালক’ সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জয়া। আগামী ২৪ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে এটি।

/এসএইচ

Exit mobile version