Site icon Jamuna Television

মিয়ানমারে সংঘর্ষে জান্তাবাহিনীর অন্তত ৯০ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

মিয়ানমারে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে সংঘর্ষে জান্তাবাহিনীর অন্তত ৯০ সদস্য নিহত হয়েছেন। সপ্তাহব্যাপী চলা সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে প্রতিরোধ বাহিনীরও চার সদস্য নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির গণমাধ্যম জানায়, বিভিন্ন অঞ্চলে স্থানীয় কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর শক্ত প্রতিরোধের মুখে পড়েছে দেশটির সামরিক বাহিনী। এর মধ্যে গেল কয়েকদিনে সাগাইং ও ম্যাগওয়ে অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস, পিডিএফ’র সাথে জান্তা বাহিনীর ব্যাপক লড়াই হয়। এর মধ্যে সাগাইং অঞ্চলের মাইনমুর নামের একটি গ্রামে সামরিক বহরে হামলায় অন্তত ২০ সেনার প্রাণ যায়।

এদিকে, আরেক স্থানে পিজিসি গেরিলাদের পেতে রাখা মাইন বিস্ফোরণে প্রাণ যায় অন্তত ১৫ সেনার। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলায় প্রাণ যায় বাকিদের।

ইউএইচ/

Exit mobile version