Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় নেটফ্লিক্স সিরিজ দ্য চোজেন ওয়ানের দুই অভিনেতার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত দুই অভিনেতা।

মেক্সিকোতে সংঘটিত আকস্মিক এক সড়ক দুর্ঘটনায় নেটফ্লিক্সের ‘দ্য চোজেন ওয়ান’ সিরিজটির দুই অভিনেতা নিহত হয়েছেন।

গত মঙ্গলবার (১৬ জুন) মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের মুলেগে শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। একই দুর্ঘটনায় সিরিজের আরও দুই অভিনেতা ও চার কলাকুশলী আহত হয়েছেন। নিহত অভিনেতারা হলেন- রেমুন্ডো গুরডানো ও হুয়ান ফ্রান্সিকো আগুইলা।

জানা গেছে, সান্টা রোজালিয়াতে চলছিল নেটফ্লিক্স অরিজিন্যাল সিরিজ ‘দ্য চোজেন ওয়ান’ এর শ্যুটিং। স্পট থেকে বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর সিরিজের শুটিং স্থগিত করেছে প্রযোজনা সংস্থা রেডরাম। কবে আবার শুটিং শুরু হবে তা এখনও জানা যায়নি।

/এসএইচ

Exit mobile version