Site icon Jamuna Television

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন সারা দুতের্তে

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন দুতের্তের কন্যা সারা। রোববার (১৯ জুন) নিজ শহর দাভাওতে আয়োজিত এক অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করেন তিনি। খবর বার্তা সংস্থা এপির।

এর আগে, এ শহরের মেয়র হিসেবেই দায়িত্ব পালন করছিলেন তিনি। গেল মে মাসে প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন মার্কোস জুনিয়র। তারই রানিংমেট ছিলেন সারা দুতের্তে। ভাইস প্রেসিডেন্ট পদে সারা শপথ নিলেও মার্কোস জুনিয়রের অভিষেক অনুষ্ঠান আগামী ৩০ জুন। এর মাধ্যমে রদ্রিগো দুতের্তের স্থলাভিষিক্ত হবেন মার্কোস।

তিন দশক আগে ১৯৮৬ সালে এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ফিলিপাইনের তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস। তারই ছেলে ৬৪ বছরের ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বা বংবংকে বিপুল ভোটে নির্বাচিত করেছে দেশটির মানুষ।

ইউএইচ/

Exit mobile version