Site icon Jamuna Television

শাহজালাল বিমানবন্দরে ২১টি স্বর্ণের বার জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা যাত্রীর কাছ থেকে ২১টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। মানিক মিয়া নামের ওই যাত্রীকে আটক করেছে তারা।

গতকাল সোমবার (২১ জুন) রাত ৯ টা ৫ মিনিটে এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫১০ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার একটি দল ৬ নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। সেখান দিয়ে যাওয়ার সময় মানিক মিয়ার পথরোধ করা হয়। পরে গ্রিন চ্যানেলে এনে ব্যাগ তল্লাশি ও স্ক্যান করে পাওয়া যায় স্বর্ণ। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক এক কোটি আশি লক্ষ টাকা। মামলা দায়েরের পর অভিযুক্ত মানিক মিয়াকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

/এমএন

Exit mobile version