Site icon Jamuna Television

ইউক্রেনকে সহায়তায় নিজের নোবেল পুরস্কার নিলামে তুললেন রুশ সাংবাদিক

রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। ছবি: সংগৃহীত।

ইউক্রেনের সহায়তায় নিলামে ‘নোবেল’ বিক্রি করলেন শান্তিতে পদকজয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। রেকর্ড ১০ কোটি ৩৫ লাখ ডলারে বিক্রি হয় মেডেলটি। দিমিত্রি জানান, এই অর্থ সরাসরি যাবে ইউনিসেভের কাছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ইউক্রেনের শিশুদের সহায়তায় খরচ করা হবে এই অর্থ। খবর ভয়েস অব আমেরিকার।

২০২১ সালে যুগ্মভাবে শান্তিতে নোবেলজয়ীর কাতারে নাম লেখান দিমিত্রি মুরাতভ। সেই সময় রাশিয়ার স্বাধীন গণমাধ্যম ‘নোভায়া গেজেটা’র প্রধান সম্পাদক ছিলেন তিনি। কিন্তু ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর সাংবাদিকদের বাধা দেয় ক্রেমলিন। টানাপোড়েনের মধ্যে মার্চ মাসে প্রচারণা বন্ধ করে দেয় গণমাধ্যমটি।

হেরিটেজ অকশন নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে নিলামটি। তারা জানায়, নোবেল পদক নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে মুরাতভের পদকটি। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

এ নিয়ে দিমিত্রি মুরাতভ বলেন, ইউক্রেনের শরণার্থী শিশুদের ভালো ভবিষ্যতের জন্যই এই উদ্যোগ। তাদের ভবিষ্যৎ ফিরিয়ে দিতে চাই আমরা। ইউক্রেনীয়দের সহায়তায় একটি নতুন বিপ্ল্ব শুরুর একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত হতে পারে আমার নোবেল বিক্রির ঘটনা।

এসজেড/

Exit mobile version