Site icon Jamuna Television

মধ্যরাতে নিখোঁজ ইলিয়াস আলীর বাড়িতে তল্লাশির চেষ্টা!

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাড়িতে ডিবি পরিচয়ে তল্লাশি চালানোর চেষ্টা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে। এসময় ফাঁকা গুলিও করা হয় বলে অভিযোগ করেছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

তাহসিনা রুশদীর অভিযোগ, বনানীর বাড়িটিতে রাত ৩টার দিকে তিনটি গাড়িতে করে ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক অবস্থান নেয়। এসময় দারোয়ানকে বাড়ির গেইট খুলে দিতে বলে তারা। দারোয়ান রাজি না হওয়ায় দুটি ফাঁকা গুলি ছোঁড়া হয়।

পরে বনানী থানা ও গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চলে যায় ডিবি পরিচয়ধারীরা। খবর পেয়ে আসেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালও । তিনি দাবি করেন, বিএনপিকে চাপে রাখতেই এই ধরনের পরিকল্পিত ঘটনা ঘটাচ্ছে সরকার।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version