Site icon Jamuna Television

বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রিয়াঙ্কা চোপড়া

বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে আসা বিশ্বের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পরে হলিউডেও খ্যাতির তুঙ্গে থাকা ভারতীয় এই অভিনেত্রী আজ মঙ্গলবার সকালে  উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পসহ আজ বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

এরপর বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ৩ দিন কক্সবাজের অবস্থানের পর আগামী বৃহস্পতিবার ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করবেন প্রিয়াঙ্কা। সেদিনই বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।

এর আগে গতাকাল ঢাকায় এসে ফেসবুক নিজের ভেরিফায়েড পেজে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পে যাচ্ছি। আমার ইনস্টাগ্রামে সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করব। আমাকে সেখানে অনুসরণ করুন। এই বিষয়টি নিয়ে বিশ্বের ভাবা উচিত। ভাবতে হবে আমাদেরও।’

Exit mobile version