Site icon Jamuna Television

পি কে হালদারকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

ফাইল ছবি।

বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদারকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল আদালত।

মঙ্গলবার (২১ জুন) সকালে নগর দায়রা আদালতে তোলা হয় পি কে হালদার এবং তার ৫ সহযোগীকে। দু’সপ্তাহের জেল হেফাজতের মেয়াদ শেষ হতেই ছিল হাজিরার তারিখ। শুনানি শেষে, বিচারক অভিযুক্তদের ৫ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। কিন্তু, সরকারি কৌসুলি উপস্থিত না থাকার কারণে মেলেনি কারাগারে গোয়েন্দা কর্মকর্তাদের জেরার অনুমতি।

এর আগে, একদফা জেল হেফাজত এবং তিনদফা রিমান্ডে ছিলেন পি কে হালদার এবং তার সহযোগীরা। পাঁচ পুরুষ অভিযুক্তকে রাখা হয়েছে কলকাতার প্রেসিডেন্সি জেলে। আর, একজন নারী রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারে। গেল ১৪ মে, নাটকীয় অভিযানের মাধ্যমে অশোকনগর থেকে তাদের গ্রেফতার করা হয়।

/এম ই

Exit mobile version