Site icon Jamuna Television

ফেনীতে বাঁধে ভাঙন: পানি প্রবেশ অব্যাহত, প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামের মুহুরী নদীর চারটি স্থানে বাঁধের ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত আছে। এখন পর্যন্ত ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। নদী থেকে পানির গতি কিছুটা কমলেও উঁচু এলাকা থেকে পানির নিচের দিকে প্রবাহিত হওয়ায় নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও কিছু বিপৎসীমার নিচে নামলে কাজ শুরু করা হবে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন্নাহার জানান, উঁচু এলাকা থেকে পানির নিচের দিকে নামায় নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে।

/এমএন

Exit mobile version