Site icon Jamuna Television

নারী নির্যাতনে অভিযুক্ত গিগস ছাড়লেন ওয়েলস জাতীয় দলের দায়িত্ব

ছবি: সংগৃহীত

ওয়েলস জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগস। সাবেক বান্ধবী ও বান্ধবীর বোনকে নির্যাতনের দায়ে মামলার বিচারকার্যের পূর্বে সোমবার (২০ জুন) এমন ঘোষণা দিলেন গিগস নিজেই।

২০২০ সালের নভেম্বরে নারী নির্যাতনের অভিযোগ উঠে রায়ান গিগসের বিরুদ্ধে। তখন থেকেই ওয়েলস দলের কোচের দায়িত্ব থেকে ছুটিতে ছিলেন তিনি। তার অবর্তমানে রবার্ট পেজের অধীনে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করে ওয়েলস। ১৯৫৮ সালের পর কাতার বিশ্বকাপে জায়গা পায় দলটি। বেশ আগে থেকেই গিগসের দায়িত্ব ছাড়ার গুঞ্জন থাকলেও এবার নিজের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ৪৮ বছর বয়সী এই কোচ। চলতি বছরের ৮ আগস্ট শুরু হতে যাচ্ছে গিগসের বিচারকার্য।

ওয়েলস জাতীয় দলের দায়িত্ব ছাড়া প্রসঙ্গে এক বিবৃতিতে রায়ান গিগস বলেন, নিজের দেশের দায়িত্ব পালনের সুযোগ ছিল দারুণ সম্মানের। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি নিতে থাকা একটি দলের কোচকে ঘিরে জল্পনা-কল্পনা ডানা মেললে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরো স্কোয়াড।

আরও পড়ুন: রুশ ক্লাবে যোগ দিয়ে পোলিশ ফুটবলারের বিশ্বকাপের স্বপ্নভঙ্গ

/এম ই

Exit mobile version