Site icon Jamuna Television

নওগাঁর মান্দায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত।

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় বজ্রপাতে জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় চৌদ্দমাইল মোড় সংলগ্ন মাঠে কৃষকেরা ধান রোপণের কাজ করছিলেন। আকাশের অবস্থা খারাপ দেখে আশ্রয় নেওয়ার জন্য তারা চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। কৃষকেরা মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান।

এদিকে বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেন তারা।

এসজেড/

Exit mobile version