Site icon Jamuna Television

পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ জেলা প্রশাসনের

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরে গাছ থেকে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আম সংগ্রহের এই সময়সীমা নির্ধারণ করা হয়। জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আগামী ২৫ মে থেকে গোপালভোগ, ৫ জুন থেকে রাণী পছন্দ, খিরসাপাত, হিমসাগর,  ১০জুন থেকে ল্যাংড়া, লকনা, নাক ফজলি, ৩ জুলাই থেকে আপ্রলি, ১০ জুলাই মল্লিকা এবং ফজলি আম সংগ্রহের সময় নির্ধরণ করা হয়।

এছাড়া ১৫ জুলাই থেকে বারি আম-৪ এবং ২৫ জুলাই আশ্বিনা আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আসম মেফতাহুল বারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিন সহ বাগান মালিকরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে আগে কেউ গাছ থেকে অপরিপক্ব আম পাড়লে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।

Exit mobile version