Site icon Jamuna Television

কুমিল্লা পূজামণ্ডপ কাণ্ড: দুই কাউন্সিলরসহ ৮ জন কারাগারে

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রেখে বিশৃঙ্খলার মামলায় দুই কাউন্সিলরসহ আটজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার (২১ জুন) আসামিরা কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক আতাবুল্লাহ তাদের জামিন আবেদন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।  কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন, বিষ্ণপুর মোন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আমির হোসেন ফয়েজী, মো. রাসেল, মফিজুল ইসলাম, মান্নান মিয়া, ও শুভপুর এলাকার নজির আহমেদ।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ে দূ্র্গা পূজার মণ্ডপে কোরআন শরিফ রেখে বিশৃঙ্খলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বর্তমান এবং সাবেক কাউন্সিলরসহ ৮ জন হাইকোটের জামিনে ছিলেন।

/এসএইচ

Exit mobile version