Site icon Jamuna Television

দেশের বড় অংশ যখন বন্যায় বিপর্যস্ত তখন সরকার ব্যস্ত সেতু উদ্বোধনের উৎসবে: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি।

সিলেটসহ দেশের বড় একটি অংশের মানুষ যখন বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত, সরকার তখন ব্যস্ত সেতু উদ্বোধনের উৎসবে বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (২১ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বন্যার্তদের সাহায্যে করণীয় বিষয়ে এক সভা শেষে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেই পদ্মা সেতুর উৎসবকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। অথচ এই মুহুর্তে বানভাসি মানুষের পাশেই থাকা উচিৎ ছিল তাদের।

/এনএএস

Exit mobile version