Site icon Jamuna Television

অর্থ আত্মসাৎ: ৫ম দিনের মতো গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি রাহুল গান্ধি

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের মামলায় আজ ৫ম দিনের মতো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-ইডি’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি কংগ্রেস নেতা রাহুল গান্ধি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মঙ্গলবার (২১ জুন) রাজধানী দিল্লিতে স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে ইডি’র হেডকোয়ার্টার্সে হাজির হন তিনি।

ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় রাহুলকে তলব করায় কার্যালয়ের আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জারি করা হয়েছে ১৪৪ ধারা। রাহুলের প্রতি সমর্থন জানিয়ে দফায় দফায় বিক্ষোভ করেন দলীয় নেতাকর্মীরা। মোদি সরকার বিরোধীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চান বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন: ‘এদের দু’জনকে ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব’ একইসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে

সোমবারও ইডি কার্যালয়ে হাজির করা হয় রাহুলকে। প্রায় ১২ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। মধ্যরাতের পর কার্যালয় ছাড়ার সুযোগ পান তিনি। রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদ শেষ হতে পারে আজ। গত ৪ দিনে তাকে ৪২ ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয় ইডি কার্যালয়ে।

জেডআই/

Exit mobile version