Site icon Jamuna Television

সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ করলো মেঘনা ব্যাংক

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মেঘনা ব্যাংক লিমিটেড। এ সময় অসহায় প্রায় ৪ শতাধিক পরিবারকে ত্রাণ দেয়া হয়।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে দক্ষিণ সুরমার সিলামসহ কয়েকটি এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণকার্যের সময় উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক লিমিটেড লালদিঘীরপার শাখার ব্যবস্থাপক মোফাজ্জল কবির, সাউথ সুরমা শাখার ব্যবস্থাপক রুবায়েত রহমান ও ইসলামী ব্যাংকিং লালদিঘীরপার শাখার ইনচার্জ নাজিম উদ্দিন শাহান।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনন লালদিঘীরপার শাখার ডেপুটি ম্যানেজার হুসেন আহমদ, সাউথ সুরমা শাখার ডেপুটি ম্যানেজার শরীফ উদ্দিন ও সিনিয়র অফিসার রাজেশ চন্দ্র দাশসহ উভয় শাখার অফিসারবৃন্দ।

জেডআই/

Exit mobile version