Site icon Jamuna Television

ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত হওয়া ম্যাচ হবে ব্রাজিলে, তারিখও নির্ধারিত

ছবি: সংগৃহীত

গত বছরের সেপ্টেম্বরে করোনা প্রটোকল বিতর্কে ভেস্তে গিয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। অভিযোগ ছিল, আর্জেন্টিনার চারজন ফুটবলার ব্রাজিলে করোনার নিয়মকানুন না মেনেই মাঠে নেমেছিলেন। পরে, খেলার পাঁচ মিনিটেই ভেস্তে যায় সে ম্যাচ। বহুদিন ধরে স্থগিত থাকা সেই ম্যাচের তারিখ ও ভেন্যু সম্পর্কে শেষমেষ সিদ্ধান্ত আসলো। ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোর নিও কুইমিকায় অনুষ্ঠিত হবে। খবর মুন্ডো আলবিসেলেস্তের।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা-ই ব্রাজিলকে তাদের দেশে ম্যাচটি আয়োজন করার পরামর্শ দেয়। যদিও ব্রাজিল কোচ তিতে চেয়েছিলেন ম্যাচটি ইউরোপে খেলতে। অপরদিকে, আর্জেন্টিনা ম্যাচটি না খেলার জন্য ‘কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টের’ কাছে আবেদন জানিয়েছিল।

প্রসঙ্গত, এরইমধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলই কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে। বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে পড়েছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। আর গ্রুপ ‘জি’ তে পড়েছে ব্রাজিল। নেইমারদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

আরও পড়ুন: ভয় থাকলেও আতঙ্কিত নন তিতে, বিশ্বকাপ জয়ের পরিকল্পনা ব্রাজিল কোচের

জেডআই/

Exit mobile version