Site icon Jamuna Television

ফ্রান্সে শরীর ঢাকা সাঁতারের পোশাক ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল

সম্পূর্ণ শরীর ঢাকা সাঁতারের পোশাক বুরকিনি পরিধানে নিষেধাজ্ঞা বজায় রেখেছে ফ্রান্সের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (২১ জুন) দেশটির গ্রিনোবেল শহরের করা এক আপিল আবেদন খারিজ করে দেয় আদালত। খবর বিবিসি’র।

মূলত মুসলিমরাই ব্যবহার করে বুরকিনি। ফরাসি আদালতের ব্যাখ্যা, কোনো নির্দিষ্ট ধর্মের চাহিদা পূরণে বিশেষ কিছু নিয়মে ব্যতিক্রম অনুমোদন দেয়া ঠিক হবে না। গত মাসে সাঁতারের ক্ষেত্রে যে কোনো ধরনের পোশাক ব্যবহারে অনুমতি দেয় গ্রিনোবেল নগর কর্তৃপক্ষ। বুরকিনির বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেয়ার রায়ও দেয়া হয় স্থানীয় আদালতে। বাসিন্দাদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের বিষয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকার কথা জানান বিচারক। ফলে সরকারের সিদ্ধান্তের সাথে সরাসরি বিতর্কে জড়ায় শহরটির প্রশাসন।

উল্লেখ্য, আগে থেকেই ফ্রান্সে সাঁতারের পোশাক নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা আছে।

/এমএন

Exit mobile version