Site icon Jamuna Television

আসামে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসামে বৃষ্টির দাপট কিছুটা কমে এলেও উন্নতি নেই বন্যা পরিস্থিতির। রাজ্যটির ৩২ জেলায় ক্ষতিগ্রস্ত ৫৫ লাখ মানুষ।

অঞ্চলটিতে দুই প্রধান নদী ব্রহ্মপুত্র ও বরাকের পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে বেশ কিছু নতুন গ্রাম। ভূমিধস হয়েছে কামরূপ, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায়।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বারপেতা জেলায় পানিবন্দি ১২ লাখ মানুষ। রাজ্যটিতে বাস্তুচ্যুত ২৬ লাখ মানুষের ঠাঁই হয়েছে ৮৬২টি আশ্রয়কেন্দ্রে। এদের মধ্যে ৫৪ হাজারের বেশি শিশু। গর্ভবতীও আছেন ১১শ’য়ের ওপর।

আসামে বন্যায় মঙ্গলবার প্রাণ গেছে আরও ৭ জনের। এই নিয়ে রাজ্যটিতে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। মেঘালয়ে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। ভূমিধসও হয়েছে কিছু জেলায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণের গারো পাহাড় সংলগ্ন এলাকাগুলো। পানিবন্দি ৪০ হাজারের বেশি মানুষ। তলিয়ে আছে ৬২টি মহাসড়ক।

/এমএন

Exit mobile version