Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে নিখুঁত চেহারার অধিকারী আম্বার হার্ড

মানহানি মামলার জন্য প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এর মাঝেই জানা গেলো, ‘গ্রিক গোল্ডেন রেশিও’ অনুযায়ী অ্যাম্বার হার্ড বিশ্বের সবচেয়ে নিখুঁত চেহারার অধীকারী। খবর জিও নিউজের।

লন্ডনের সেন্টার ফর অ্যাডভান্সড ফেসিয়াল কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসক ডা. জুলিয়ান ডি সিলভা ২০১৬ সালে অ্যাম্বার হার্ডের চেহারার ১২টি প্রধান অংশ বিশ্লেষণ করে আবিষ্কার করেন, গ্রিক গোল্ডেন রেশিও অনুযায়ী অ্যাম্বার হার্ডের মুখ ৯১.৮৫ শতাংশ নিখুঁত।

এছাড়া, একই ফেসিয়াল ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে ডি সিলভা এও বের করেছেন, আমেরিকান মডেল কিম কার্দাশিয়ান সবচেয়ে নিখুঁত ভ্রু এর অধিকারী। সুপার মডেল কেট মসের রয়েছে সবচেয়ে সুন্দর কপাল। স্কারলেট জোহানসনের চোখ সবচেয়ে সুন্দর এবং মডেল-অভিনেত্রী এমিলি রাতাজোকোভস্কির ঠোঁট সবচেয়ে সুন্দর।

/এমএন

Exit mobile version