Site icon Jamuna Television

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে সকল নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার ওপর ও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, সকল নদীর পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকার ঘর-বাড়ি, ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা। পানি বন্ধি হয়ে পড়ছে মানুষ।

ইউএইচ/

Exit mobile version