Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের উইঘুর বিষয়ক আইনে ক্ষুব্ধ চীন

যুক্তরাষ্ট্রের ‘উইঘুর বিষয়ক আইন’ কার্যকরে ক্ষুব্ধ চীন। সংখ্যালঘু মুসলিমদের জোরপূর্বক কাজে বাধ্য করা প্রতিরোধ বিষয়ক আইনটি গত ডিসেম্বরে স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যা মঙ্গলবার (২১ জুন) থেকে কার্যকর হয়। এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দমনপীড়নের সাথে তুলনা করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, মিথ্যার ওপর ভিত্তি করে উইঘুর বিষয়ক আইন পাস করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, সংখ্যালঘুদের জোরপূর্বক কাজে বাধ্য করছে চীন সরকার। এমনকি, জিনজিয়াংয়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর অনৈতিকভাবে আরোপিত হলো নিষেধাজ্ঞা। আইনের অজুহাত দিয়ে আসলে প্রদেশটিকে পৃথক করতে চায় যুক্তরাষ্ট্র, বাড়াতে চায় বেকারত্ব। মার্কিন এ দমনপীড়ন স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন।

/এমএন

Exit mobile version