Site icon Jamuna Television

জামায়াতকে ক্ষমা চাইতে বলেন, এবি পার্টির উদ্দেশে জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে ক্ষমা চাইতে বলার জন্য এবি পার্টির নেতাদের অনুরোধ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (২২ জুন) দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে এবি পার্টির ‘বন্যার দায় সরকারের’ শীর্ষক আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ বলেন, জামায়াতকে ক্ষমা চাইতে বলেন। তাতে আমাদের শক্তি বৃদ্ধি হবে। শক্তি বৃদ্ধি হলে আমরা সবাই সম্মিলিতভাবে অবৈধ সরকারের পতন ঘটাতে পারবো।

যতদিন ভারত তিস্তা চুক্তি না করবে ততদিন তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থগিত রাখার আহ্বান জানান ডা. জাফরুল্লাহ। পদ্মাসেতু উদ্বোধনে জাঁকজমক না করে সেই বাজেট থেকে বন্যার্তদের সাহায্য করারও আহ্বান জানান তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, ত্রাণ বিতরণে কোনো ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। প্রত্যন্ত এলাকার অনেক বন্যার্ত এখনো যারা ত্রাণ পাননি, তাদের অতি দ্রুত সরকারি ব্যবস্থাপনায় ত্রাণের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: পদ্মাসেতুর উদ্বোধনে বিএনপি মহাসচিবসহ ৭ নেতাকে আমন্ত্রণ

/এম ই

Exit mobile version