Site icon Jamuna Television

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বনভূমিতে ভয়াবহ দাবানল

ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানল ছড়িয়েছে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বনভূমিতে। মঙ্গলবার রাতে মুগলা প্রদেশে এই আগুনের সূত্রপাত হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তীব্র গরম আবহাওয়ায় ও শুষ্ক বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে লোকালয়ের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের দেড় হাজারের বেশি কর্মী। তবে বাতাসের তোড়ে বাঁধাগ্রস্ত হচ্ছে কাজ। আগুনের ভয়াবহতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

গেল বছর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়ায় তুরস্কে। সেসময় পুড়ে যায় কয়েক লাখ একর বনভূমি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বন্য প্রাণীকুলের। আগুন লোকালয়ে ছড়িয়ে হয় প্রাণহানি ও বহু সম্পদের ক্ষয়ক্ষতি।

ইউএইচ/

Exit mobile version