Site icon Jamuna Television

অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সাজ্জাদ আটক

ছবি প্রতীকী

অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সাজ্জাদকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে বাঁশখালীর কুখ্যাত ডাকাত সাজ্জাদ কর্ণফুলী নদী সংলগ্ন এলাকায় অস্ত্র বিক্রির উদ্দেশ্যে আসবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুন) রাত আনুমানিক ১টায় ওই এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

অভিযানে বিক্রির উদ্দেশ্যে আনা একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয় কুখ্যাত ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী সাজ্জাদকে।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ওই এলাকা হতে ডাকাতির উদ্দেশ্যে লুকিয়ে রাখা আরও ২টি আগ্নেয়াস্ত্র, ২টি দেশি অস্ত্র এবং ৪ রাউন্ড বুলেট জব্দ করেন কোস্ট গার্ড সদস্যরা।

অভিযানে কুখ্যাত ডাকাত সাজ্জাদসহ ৩ টি আগ্নেয়াস্ত্র, ২ টি দেশি অস্ত্র, ৬ রাউন্ড গোলা, ১টি মোবাইল ও নগদ ২৭ হাজার ১৭৫ টাকা জব্দ করা হয়। আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য মালামাল ইতোমধ্যেই কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version